জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ৬ জুন বৃহস্পতিবার তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে তিনি সময় চাইলে তদন্ত কর্মকর্তা ১৫ দিন সময় দিতে পারবেন।
দুদক কমিশনার জহুরুল হক মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সময় দেয়ার পরও যদি নির্ধারিত তারিখে বেনজীর আহমেদ দুদকে না আসেন তাহলে ধরে নিতে হবে যে এই অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তখন নথিপত্র যাচাই করে দেখা হবে। অভিযোগ প্রমাণ হলে হলো, না হলে নেই।’
বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশে আছেন কি না জানতে চাইলে জহুরুল হক বলেন, ‘তারা দেশে আছেন নাকি বিদেশে গেছেন এ-সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য কমিশনের কাছে নেই।
‘অনুসন্ধানের স্বার্থে যা যা করণীয়, সবই করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতেও বিচার হবে, এতে কোনো বাধা নেই। এটা আদালত বুঝবে।’
বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ারসহ ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য ২৬ মে নির্দেশ দেয় আদালত।
ক্রোকের নির্দেশ পাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ১১৯টি দলিল, যার মধ্যে ঢাকায় চারটি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে দুই হাজার ৪২ বর্গফুটের দুটি এবং দুই হাজার ৫৩ বর্গফুটের দুটি। এছাড়াও রয়েছে চারটি নিজ নামীয় কোম্পানি, চারটি বিও অ্যাকাউন্ট এবং ১৫টি আংশিক মালিকানাধীন কোম্পানির শেয়ার।