আসন্ন ঈদুল আজহার ছুটি পর নতুন সময়সূচিতে চলবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি। বর্তমানে সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে এ বছর ঈদুল আজহায় মোট টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে তিনদিন ঈদের ছুটি ও বাকি দুদিন সাপ্তাহিক ছুটি।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭ জুন সোমবার দেশে কোরবানির ঈদ উদ্যাপিত হতে পারে। এ হিসাবে নির্ধারণ করা হয়েছে সরকারি ছুটির তালিকা। ছুটির তালিকা অনুযায়ী ঈদের আগের দিন ১৬ জুন থেকে কোরবানির ঈদের ছুটি শুরু হবে। তা চলবে ১৮ জুন পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) রয়েছে সাপ্তাহিক ছুটি।