স্থানীয়রা জানান, শিশুদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় দুই ভাই-বোন বাড়ির পাশে থাকা হাওরের পানিতে ডুবে তলিয়ে যায়। সন্ধ্যা হওয়ার পর তারা ফিরে না আসায় খোঁজাখুঁজি করতে থাকেন মা। পরে বাড়ির পাশে হাওরের পানি থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাড়ির সামনের হাওরে রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুই শিশু হলো ওই গ্রামের আবদুল মান্নানের মেয়ে ওয়ালিমা আক্তার (৫) ও ছেলে আরিফ আহমদ (৩)।
মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী।
স্থানীয়রা জানান, শিশুদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় দুই ভাই-বোন বাড়ির পাশে থাকা হাওরের পানিতে ডুবে তলিয়ে যায়। সন্ধ্যা হওয়ার পর তারা ফিরে না আসায় খোঁজাখুঁজি করতে থাকেন মা। পরে বাড়ির পাশে হাওরের পানি থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।