৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে, তবে সেটা নিজেদের মধ্যে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে টিআইবির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গত ৭ জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে সেটা আমরাও মনে করি এবং সেটা আমাদের প্রতিবেদনেও আছে, তবে সেটা নিজেদের মধ্যে। সে ক্ষেত্রেও নির্বাচন কমিশন আমাদের সঙ্গে একমত। তারা বলেছে, তাদের যথাসাধ্য মতো তারা চেষ্টা করেছে।’
তবে নির্বাচনকালীন সরকারের যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দরকার ছিল সেটা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে প্রস্তাব করেছি নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করা যায় কিনা, সে ক্ষেত্রে আমরা আনুপাতিক ভিত্তিক প্রতিনিধিত্ব করার প্রস্তাব দিয়েছি। ইসিও আমাদের সঙ্গে একমত হয়েছে।
‘এ ছাড়াও জাতীয় নির্বাচন কয়েক দফাই করা যায় কিনা, সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের বলেছে যদি পাঁচ দফায় নির্বাচন করা যায় এবং ইভিএম ব্যবহার করা যায়, তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে তাদের ধারণা।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়েও আমাদের আলোচনা হয়েছে। ২০০৮ যেভাবে নির্বাচন হয়েছিল সেভাবে তো নির্বাচনের সম্ভাবনা আমরা আর দেখছি না কারণ আমাদের সংবিধানও সাপোর্ট করে না।
‘গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতামূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনকে আমাদের বিশ্লেষণ করা কয়েকটি প্রতিবেদন দিয়েছি। এর মধ্যে একটি হলো সম্প্রতি শেষ হওয়া জাতীয় নির্বাচনের আমরা যে পর্যবেক্ষণ করেছি সেই প্রতিবেদন। আরেকটি হলো নির্বাচনি হলফনামা, যেখানে প্রার্থীরা তাদের আয়-ব্যয়ের হিসাব দেয়। সেটি আমরা বিশ্লেষণ করা প্রতিবেদনটি তাদের দিয়েছি।’
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা জানতে চেয়েছি সেটি যাচাই-বাছাই করার এখতিয়ার তাদের আছে কিনা। আরেকটি হলো গত ৭ জানুয়ারির নির্বাচন আমরা পর্যবেক্ষণ করে দেখেছি নির্বাচনি আইন প্রত্যেকটা অংশীজন যথাযথভাবে পালন করেছে কিনা। এটা নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছি, সেটি আমরা আলোচনা করেছি।’