বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ২

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ জুন, ২০২৪ ১১:১৫

মাওনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার মোহাম্মদপুরে মাছ ডেলিভারি করে ভালুকায় ফেরার পথে জৈনাবাজার রোড ডিভাইডার এলাকায় দ্রুতগতির পিকআপটি সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

উপজেলার জৈনাবাজার এলাকায় শনিবার রাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা ইউএনবি।

প্রাণ হারানো দুইজন হলেন পিকআপের চালক সিলেট জেলার সুনামগঞ্জ উপজেলার বাসিন্দা চঞ্চল রায় (৩০) ও ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা রিপন (৩৫)।

এ ঘটনায় মো. মামুন (৪০) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

মাওনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার মোহাম্মদপুরে মাছ ডেলিভারি করে ভালুকায় ফেরার পথে জৈনাবাজার রোড ডিভাইডার এলাকায় দ্রুতগতির পিকআপটি সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পিকআপে থাকা দুইজনের মধ্যে চঞ্চল রায় ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় রিপনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মামুনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ বলেন, ‘ভোর চারটার দিকে ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ হাইওয়ে থানায় আছে।’

তিনি জানান, নিহতদের স্বজনরা থানায় গিয়েছেন। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পিকআপটি পুলিশি হেফাজতে আছে।

এ বিভাগের আরো খবর