সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শিশু দুটির দাদা কাউন্সিলর রব্বেল আলী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে। পানিতে ডুবে মারা যাওয়া ৮ বছর বয়সী ইয়াফি ও ছয় বছর বয়সী ইশা ওই গ্রামের হযয়ত আলীর মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই বোন শনিবার দুপুরে সবার অলক্ষ্যে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। অনেক সময় পরও বাড়িতে না আসায় ওদের মা খুঁজতে থাকেন। এক পর্যায়ে বিকেলে দুই সন্তানকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তিনি। দ্রুত ওদেরকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থলে যান।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়।