কিশোরগঞ্জের ভৈরবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অলিউল ইসলাম অলি।
ফেসবুকে নিজ অ্যাকাউন্টে শুক্রবার রাতে এক পোস্টে অলি জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে যাচ্ছেন।
অলিউল ইসলাম অলি ভৈরব উপজেলা যুবলীগের আহ্বায়ক।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় ভৈরব উপজেলাবাসী, আমি অলিউল ইসলাম অলি, আনারস প্রতীকে ভৈরব উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের প্রার্থী ছিলাম। আমার ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
‘আমার জন্য যারা শ্রম ঘাম দিয়ে পরিশ্রম করেছেন, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী অন্যরা হলেন উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু (ঘোড়া), ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর (কাপ-পিরিচ), উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ড. মোস্তাক আহমেদ বুলবুল (কই মাছ) ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আল মামুন (মোটরসাইকেল)।