সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে বন্যা মোকাবিলার প্রস্তুতি নেয়ার জন্য ব্যাপক মাইকিং ও প্রচার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীর বরাত দিয়ে প্রচারে সবাইকে আগাম বন্যা মোকাবিলার প্রস্তুতি নেয়ার জন্য বলা হয়।
প্রস্তুতির জন্য বলা হচ্ছে, সরকারি বন্যাশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি অথবা উঁচু বাড়িঘরে বসবাস করছেন- এমন আত্মীয় স্বজনদের বাড়িতে নিজেরাসহ গবাদি পশু, হাঁস-মুরগি নিয়ে যাওয়ার প্রস্তুতি, বসতঘরে শুকনো খাবার, দিয়াশলাই, মোমবাতি, খাবার পানি, জরুরি ওষুধপত্র যেমন- স্যালাইন, প্যারাসিটামল, হিস্টাসিন ইত্যাদি ঘরে সংরক্ষণ রাখা।
তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বলেন, ‘সিলেটের জৈন্তা, কানাইঘাট, গোয়াইনঘাটসহ ৪/৫ উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। এর প্রভাব আমাদের সুনামগঞ্জে প্রভাব ফেলতে পারে। বন্যার আগাম প্রস্তুতি হিসাবে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশে এ মাইকিং করা হয়েছে।’