বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পৌনে দুই ঘণ্টা পর উত্তরের পথে ট্রেন চলাচল শুরু

  • প্রতিনিধি, বগুড়া   
  • ২৯ মে, ২০২৪ ১৮:৪৩

বগুড়ার কাহালুতে উত্তরবঙ্গ মেইল ট্রেনের লাইনচ্যুত বগিটি বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে উদ্ধার করা হয়। এর মধ্য দিয়ে স্বাভাবিক হয়ে আসে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ।

বগুড়ার কাহালুতে বগি লাইনচ্যুত হওয়ার কারণে রাজধানীর সঙ্গে পৌনে দুই ঘণ্টা যোগাযোগ বন্ধের পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে উত্তরবঙ্গ মেইল ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। এর মধ্য দিয়ে স্বাভাবিক হয়ে আসে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ।

জানা গেছে, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও কেউ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। ট্রেনটির মাঝখান থেকে একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ওই বগি দুই নম্বর লাইনে রেখেই বাকি বগিগুলো ইঞ্জিন লাগিয়ে এক নম্বর মেইন লাইনে এনে জোড়া দেয়া হয়।

এ কারণে ট্রেনের যাত্রীরা বিড়ম্বনার শিকার হন। অবশ্য এর মধ্যে অনেক যাত্রী ট্রেন রেখে বিকল্প পথে গন্তব্যে রওনা হয়ে যান।

বগুড়া রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট সাজেদুর রহমান সাজু বলেন, ‘সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি বিকেল ৩টার দিকে কাহালু স্টেশনে প্রবেমের আগ মুহূর্তে বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকার দিকে রেল যাতায়াত বন্ধ হয়ে যায়।

এ দুর্ঘটনার কারণে বগুড়া স্টেশনে দুটি আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস ও দোলনচাঁপা আটকা পড়ে। খবর পেয়ে লাইনচ্যুত ট্রেন উদ্ধারে সান্তাহার থেকে রিলিফ ট্রেন রওয়ানা দেয়। পৌনে ৫টার দিকে লাইন পরিষ্কার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিভাগের আরো খবর