বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেকনাফে ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি

  • টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   
  • ২৯ মে, ২০২৪ ১৬:১৭

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান বলেন, ‘ইভিএম কিছু ক্ষেত্রে হয়তো কাজ করতে পারে না, কিন্তু ট্রাবলশুট করার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায়। এর জন্য প্রতিটি কেন্দ্রে আমাদের কারিগরি লোক রয়েছে। পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে তারা সমস্যা সমাধান করে দেন, তবে ভোটারদের অজ্ঞতার কারণে ভোটগ্রহণে বিলম্ব হয়।’

ষষ্ঠ উপজেলার পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে টেকনাফে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে ধীরগতি দেখা গেছে।

ভোটারদের ভাষ্য, একেকটি ভোট নিতে ১৫ থেকে ২০ মিনিট সময় লেগেছে।

উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে বুধবার ভোটারদের বেশ উপস্থিতি থাকলেও অনুপাতিক হারে ভোটগ্রহণ হয় কম। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত টেকনাফ সদরের লেঙ্গুরবিল এমদাদিয়া মাদ্রাসা, লেঙ্গুরবিল জামেয়া ইসলামিয়া, টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, চৌধুরীরপাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

কেন্দ্রগুলোর অনেক ভোটার জানান, কীভাবে ইভিএমে ভোট দিতে হয়, তা তারা জানেন না। ইভিএমে ভোট দেয়ার পদ্ধতি বুঝতে তাদের সমস্যা হয়।

এদিকে লেঙ্গুরবিল এমদাদিয়া মাদ্রাসা কেন্দ্রে আনারসের এজেন্ট রিয়াজ ও চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদের ভাই জালাল মেম্বার মিলে টেলিফোন প্রতীকের এক এজেন্টকে বের হয়ে যেতে বাধ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বেলাল উদ্দীনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

তিনি জানান, কেন্দ্রে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করার চেষ্টা করছেন আনারসের এজেন্টরা।

বেলাল উদ্দীন আরও বলেন, ‘এই এলাকার অধিকাংশ মানুষ নিরক্ষর। ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তারা জানেন না। এই কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ৫০০ ভোট পড়েছে।’

এদিকে চৌধুরীরপাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার রবিউল একই সমস্যার কথা উল্লেখ করে বলেন, ‘এই কেন্দ্রে একটি ভোট নিতে ২০ মিনিট সময় লেগেছে। এতে ভোটগ্রহণ হয় ধীরগতিতে। এখানে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৯৪।’

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান বলেন, ‘ইভিএম কিছু ক্ষেত্রে হয়তো কাজ করতে পারে না, কিন্তু ট্রাবলশুট করার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায়। এর জন্য প্রতিটি কেন্দ্রে আমাদের কারিগরি লোক রয়েছে। পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে তারা সমস্যা সমাধান করে দেন, তবে ভোটারদের অজ্ঞতার কারণে ভোটগ্রহণে বিলম্ব হয়।’

টেকনাফ উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটারের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৯৪ জন ও নারী ভোটার ৮৭ হাজার ৫৬৩ জন।

৬০টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, তবে বৈরী আবহাওয়ার কারণে ভোটগ্রহণের সরঞ্জাম সরবরাহ করতে না পারায় মঙ্গলবার রাতেই সেন্টমার্টিনে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

এ বিভাগের আরো খবর