ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোট কক্ষের ভেতরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করার অপরাধে প্রার্থীর এজেন্টকে ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
দণ্ডপ্রাপ্ত মাসুক মিয়া দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের এজেন্ট।
এ ভোট কেন্দ্রের ৭ নম্বর কক্ষ থেকে থাকে বুধবার সকালে আটকের পর জেল ও জরিমানা করেন সংক্ষিপ্ত বিচারিক আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আব্দুল হালিম।
সংশ্লিষ্টরা জানান, ভোট গ্রহণ শুরু হওয়ার পর অভিযুক্ত মাসুক মিয়া ভোট কক্ষের ভেতরে থাকা অন্য চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের ভয় দেখান। পরে এই কক্ষে পরিদর্শনে আসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আব্দুল হালিম। এ সময় অন্য এজেন্টরা মাসুক মিয়ার খারাপ আচরণ নিয়ে অভিযোগ করলে তাকে আটক করে তল্লাশি করার নির্দেশ দেয়া হয়। পরে পুলিশ তার শরীর তল্লাশি করে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে।
অস্ত্র বহনের দায়ে নির্বাচনী আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে। অর্থ অনাদায়ে আরও সাত দিনের দণ্ডাদেশ দেয় আদালত।
দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মুজিবুর রহমান বলেন, ‘দেশীয় অস্ত্র নিয়ে ভোট কেন্দ্রে আসায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে আটক করে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে জেলা হাজতে পাঠানো হয়েছে।’