বাগেরহাটের কচুয়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার হাজরাপাড়া গুচ্ছ গ্রামে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রাণ হারানো হাজরা মশিউর রহমান (৩০) হাজরাপাড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা। অভিযুক্ত বাইজিত শেখ (২০) কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের বাসিন্দা।
দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল বলে জানায় স্থানীয়রা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মশিউরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ওসি মো. মহসীন হোসেন বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কচুয়া উপজেলার হাজরাপাড়া গ্রামের বাইজিত শেখের ছুরিকাঘাতে ও তার পরিবারের হামলায় তার আপন মামাতো ভাই নিহত হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুইজনকে আটক করা হয়।’
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।