গলফ খেলাকে আরও ছড়িয়ে দিতে গলফহাউসের সঙ্গে মঙ্গলবার সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
দীর্ঘমেয়াদি অংশীদারত্বের অংশ হিসেবে বিমানের প্রধান কার্যালয় বলাকায় ওই এমওইউতে সই করে প্রতিষ্ঠান দুটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম, গলফহাউসের এমডি নজরুল হোসেন অয়ন, গলফহাউসের উপদেষ্টা বোর্ডের সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. শফিকুর রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিপণন ও বিক্রয় পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন এবং গলফহাউসের পরিচালক রাবিউল ইসলাম।
অনুষ্ঠানে বিমানকে নতুন ভূমিকায় স্বাগত জানিয়ে নজরুল হোসেন আয়ন বলেন, ‘আমরা বিমান কর্তৃপক্ষকে এই অংশীদারত্ব স্বাক্ষর করার জন্য ধন্যবাদ জানাই। আমি আন্তরিকভাবে আশা করি এই সমঝোতা স্মারকটি গলফের প্রচার ও প্রসারের ক্ষেত্রে বৃহত্তর ভূমিকা রাখবে এবং বিমানের ব্র্যান্ড ইমেজকে আরও বেশি শক্তিশালী করবে।’
সংক্ষিপ্ত বক্তব্যে শফিউল আজিম বলেন, ‘“স্মার্ট বাংলাদেশ, স্মার্ট এয়ারলাইনস’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রথমবারের মতো গলফহাউসের সাথে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করে আনন্দিত। সমঝোতা স্মারকটি বিমানের যাত্রীদের জন্য একটি অনন্য উদ্যোগ।”
এমওইউ সই করা দুই প্রতিষ্ঠান বাংলাদেশে সব স্তরের গলফিং কার্যক্রম তথা করপোরেট ও অপেশাদার গলফিং উদ্যোগ থেকে শুরু করে পেশাদার খেলা এবং দেশের সব স্থানে বিমান ও গলফের প্রচার ও প্রসারে দীর্ঘমেয়াদে কাজ করবে।
এমওইউ সইয়ের ফলে দেশের গলফাররা বিমানে যাতায়াতের টিকিটের ওপর বিশেষ ছাড় পাবেন। এ ছাড়া গলফ ব্যাগ বহনে বিশেষ সুবিধা পাবেন তারা।
পেশাদার গলফারদের বিদেশে খেলার জন্য নির্দিষ্ট গন্তব্যে বিনা মূল্যে বিমানের টিকিট দেয়া হবে, যা তাদের খেলার মান ও সুযোগ বাড়ানোয় ভূমিকা রাখবে।
এমওইউ সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানের পরিচালক (গ্রাহক সেবা) ও যুগ্ম সচিব হায়াত-উদ-দৌলা খান, যুগ্ম সচিব মাহমুদুল আলমসহ দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।