সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রীয় সংস্থাটি বুধবার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেয়া বার্তায় এ তথ্য জানায়।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই বার্তায় উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।’
প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উপকূলে আঘাত হানার তিন দিন পর উল্লিখিত বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর।
গত রোববার সন্ধ্যায় আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে দেশের উপকূলবর্তী বিভিন্ন স্থানে বেশ কয়েকজনের প্রাণহানি হয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার বাড়িঘর। পানি ঢুকে পড়ে লাখো বাড়িতে।
ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে পরবর্তী দুই দিন ধরে বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলসহ দেশজুড়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।
বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সংস্থার নেয়া পদক্ষেপের পরও উপকূলীয় জেলাসহ বিভিন্ন স্থানে দেশের এক কোটি ৭২ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।