ভারতের কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে মঙ্গলবার মাংসের কিছু টুকরা ও একগুচ্ছ চুল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পশ্চিমবঙ্গের তদন্তকারীরা।
ওই ফ্ল্যাটেই ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিআইডি কলকাতা জানায়, আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ এমপির মরদেহ ৮০ টুকরা করে সেগুলোতে হলুদ মাখান। দেহের টুকরাগুলো নিউ টাউনের একটি খালসহ বিভিন্ন স্থানে ফেলা হয়।
সিআইডির এক কর্মকর্তা বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘সেপটিক ট্যাংক থেকে প্রায় সাড়ে তিন কেজি মাংস ও একগুচ্ছ চুল উদ্ধার করা হয়েছে। এগুলো আনারের কি না, তা নিশ্চিতে ফরেনসিক পরীক্ষা করা হবে।’
ওই কর্মকর্তা জানান, পুলিশের ধারণা, নিউ টাউনের ফ্ল্যাটের বাথরুমে খুন হওয়া এমপির রক্ত ধুয়ে ফেলা হয়েছে। এ কারণে একদল পুলিশ কর্মকর্তা পয়ঃনিষ্কাশনের পাইপ ও সেপটিক ট্যাংক পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।
তিনি বলেন, ‘আমরা হাউজিং কমপ্লেক্সটির কর্তৃপক্ষকে পয়ঃনিষ্কাশন পাইপ ও সেপটিক ট্যাংক পরীক্ষায় সহায়তার অনুরোধ করেছি।’
বাংলাদেশি এমপির মরদেহের অংশবিশেষের সন্ধানে কলকাতা পুলিশের দুর্যোগ ব্যবস্থাপনা দল মঙ্গলবার রাজারহাটের একটি বিনোদন পার্ক সংলগ্ন বাগজোলা খালে তল্লাশি ফের শুরু করেছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
তিনি আরও জানান, আনারের খণ্ডিত মরদেহের সন্ধানে ড্রোনও মোতায়েন করা হয়েছে।
এর আগে কলকাতা পুলিশের কর্মকর্তারা জানিয়েছিলেন, সোমবার ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারি বৃষ্টির কারণে দেহের টুকরাগুলো পাওয়া কঠিন হবে।
এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘অপরাধ সংঘটনের পর দুই সপ্তাহের বেশি সময় অতিবাহিত হয়েছে। দেহের বিভিন্ন অংশ ছোট ছোট করে টুকরা করা হয়েছে এবং জলজ প্রাণীর এসব খেয়ে ফেলার আশঙ্কা অনেক বেশি।
‘বাগজোলা খালের পানি নোংরা এবং দেহের অংশগুলো স্রোতে ভেসে যেতে পারে।’
তিনি জানান, খাল থেকে দেহের অংশবিশেষ ও হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারে ডুবুরিদল নিয়োগ করা হয়েছে।