ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা শহরের একটি ফ্ল্যাটে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাবশেষ খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, বসে নেই। আমরা কিছু খুঁজে পাওয়ার আশা করছি।’
মঙ্গলবার ৱসচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা লাশের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাইনি। বাংলাদেশ থেকে তিনজন গোয়েন্দা সদস্য সেখানে গেছেন। ভারতীয় গোয়েন্দারাও এ নিয়ে কাজ করছে।
‘লাশ পাওয়া ছাড়াও এ ঘটনায় যারা জড়িত এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের সব তথ্য আমরা পেয়েছি। লাশটি কোথায় আছে তা আমরা এখনও জানি না।’
মরদেহ না পেয়ে এমপি আনারের সংসদীয় আসন শূন্য ঘোষণার বিষয়ে মন্ত্রী বলেন, 'স্পিকার সেটা জানেন। তিনি সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।’
মরদেহে না পাওয়া গেলে সংসদে আসন শূন্য ঘোষণা করা নিয়ে কোনো আইনি জটিলতা হবে কি না জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘যারা খুন করেছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আইন বিশেষজ্ঞরা জানেন সেক্ষেত্রে কী হবে, আইন মন্ত্রণালয় তার ব্যাখ্যা দিতে পারবে।’