রাজধানীতে আলাদা ঘটনায় ঝড় বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।
খিলগাঁও, যাত্রাবাড়ী ও বাড্ডায় সোমবার রাত সাড়ে ৯টা থেকে রাত দেড়টার মধ্যে এ ঘটনাগুলো ঘটে।
প্রাণ হারানো চারজন হলেন খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিকশাচালক রাকিব (২৫), খিলগাঁও সিপাহীবাগের মরিয়ম বেগম (৪৫), যাত্রাবাড়ীর লিজা আক্তার (১৬) ও বাড্ডার আল আমিন (১৭)।
রিকশাচালক রাকিবের সহকর্মী খোকন মিয়া বলেন, ‘আমরা খিলগাঁও রিয়াজবাগ ৬ নম্বর গলিতে একটি রিকশার গ্যারেজে থাকি। বৃষ্টির কারণে আমাদের রিকশার গ্যারেজে পানি জমে ছিল। সেই পানির মধ্যে রিকশা রেখে ব্যাটারি চার্জ করার শেষে রাকিব চার্জার খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাকিবকে মৃত বলে জানান।’
তিনি জানান, রাকিবের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামে। খিলগাঁওয়ে গ্যারেজেই থাকতেন তিনি।
নিহত মরিয়মের প্রতিবেশী মোহাম্মদ নাহিদ জানান, রাত ৯টার দিকে খিলগাঁও সিপাহীবাগ আইসক্রিম গলির মক্কা টাওয়ারের পাশে একটি রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হন মরিয়ম। বৃষ্টির কারণে হাঁটু সমান পানি দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ নাহিদ বলেন, ‘ধারণা করা হচ্ছে, জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিল, হয়তো এ কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।’
তিনি জানান, মরিয়মের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়। খিলগাঁওয়ের স্থানীয় একটি গার্মেন্টসের পোশাক শ্রমিক ছিলেন তিনি।
প্রাণ হারানো লিজার ভাই মোহাম্মদ রাকিব বলেন, ‘আমাদের বাড়ি নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার ধানের শীষ গ্রাম। লিজা যাত্রাবাড়ী এলাকায় একটি পলিথিন কারখানায় কাজ করত। রাত ৯টার দিকে বাসার পাশে টিনের চালা স্পর্শ করলে তখন বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে ঢামেক হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।’
নিহত আল আমিনের সহকর্মী জাহিদ হাসান জানান, আল আমিনের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার কাশিপুর গ্রামে। বাড্ডার জিএম বাড়ি এলাকায় থাকতেন তিনি। ওই এলাকাতে যশোর টিম্বার নামে একটি স মিলে কাজ করতেন।
তিনি বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে বাসা থেকে স মিলে আসার সময় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয় আল আমিন। পরে আমরা খবর পেয়ে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।