ঝড়বৃষ্টি উপেক্ষা করে মাদারীপুরের রাজৈরের কদমবাড়ির শ্রী শ্রী গণেশ পাগলের সেবাশ্রমে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। মেলার ১৪২তম আয়োজনে প্রায় ৫ বর্গকিলোমিটার জায়গাজুড়ে বসেছে সারি সারি নানা রকমের দোকান।
১৪২ বছর আগে জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে ১৩ জন সাধু ১৩ কেজি চাল ও ১৩ টাকা নিয়ে রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় ভারতের কুম্ভমেলাকে অনুসরণ করে এ মেলার আয়োজন করেন। সেই থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
এক রাতের মেলা হলেও মেলাটি বর্তমানে চলে ৩দিন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেলায় ঝড়বৃষ্টি হলেও তা মাথায় নিয়েই সোমবার সকাল থেকে দলে দলে জয়ডঙ্কা ও নানা রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে জয় হরিবল, জয়বাবা গণেশ পাগল ধ্বনিত করতে করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসতে থাকেন সাধুসন্যাসী ও ভক্তবৃন্দ। বাস, ট্রাক, ট্রলারে, এমনকি পায়ে হেঁটেও তাদের অনেকে আসতে শুরু করে মেলা প্রাঙ্গণে। তবে ঝড়ো বাতাস ও বৃষ্টির কাণে মন্দির প্রাঙ্গনসহ বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন তারা।
প্রতি বছর এ মেলায় লাখ লাখ ভক্তের সমাগম ঘটলেও এ বছর ঝড়বৃষ্টির কারণে সেই সংখ্যাটি কিছুটা কম বলে জানান আয়োজকরা। প্রতি বছর মেলা প্রাঙ্গণ হাজারো বাউল-সন্ন্যাসী মিলনমেলায় পরিণত হলেও বৃষ্টির কারণে এবার আসর বসাতে পারেননি তারা।
পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও অন্যান্য রাষ্ট্র থেকেও বহু ভক্তবৃন্দ আসেন ঐতিহ্যবাহী এ মেলায়।
হারিয়ে যাওয়া অনেক পণ্যের দেখা মেলে এ মেলায়। তবে বৃষ্টির কারণে এবার মেলায় আসার দোকানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে মেলায় আগত মানুষের জন্য তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।