ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোর থেকেই একটানা বৃষ্টি হয়ে চলেছে রাজধানী ঢাকায়। এর সঙ্গে সারা দিন থেকে থেকে দমকা হাওয়া বয়ে চলছে। তবে এই বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
শুধু তা-ই নয়, দমকা হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
আজ সারাদিন রাজধানীর তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি থেকে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।