ঘূর্ণিঝড় ‘রিমালে’ পটুয়াখালীর দুমকী উপজেলায় বসতঘরে গাছ পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নলদোয়ানি স্লুইসগেট এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৭০ বছর বয়সী জয়নাল হাওলাদার ওই এলাকার বাসিন্দা।
পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে প্রচণ্ডবেগে ঝোড়ো হাওয়ার সময় হঠাৎ দুটি বড় বড় চাম্বল গাছ জয়নাল হাওলাদারের টিনের ঘরের ওপর পড়লে ঘরের মধ্যে তিনি মারা যান।
তবে জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, মোবাইল ফোনের নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যে কারণে বিষয়টি তার জানা নেই।
চেয়ারম্যান নজরুল গাজী জানান, তার ইউনিয়নের ১, ২, ৩ এবং ৯ নম্বর ওয়ার্ডে কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় ওই চারটি ওয়ার্ডের বাসিন্দাদের তিনি কোনো আশ্রয়কেন্দ্রে নিতে পারেননি। যার ফলে তারা সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছিলেন।
তিনি জানান, সকালে যখন প্রচণ্ডবেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছিল তখন জয়নাল হাওলাদার ও তার স্ত্রী ঘরে ছিলেন। ঘটনার সময় জয়নালের স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। আর জয়নাল ছিলেন ঘরের বারান্দায়। এ সময় ঘরের পাশে থাকা দুটি বড় বড় চাম্বল গাছ টিনের ওপরে পড়লে তা সরাসরি জয়নালের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চেয়ারম্যান বলেন, ‘নেটওয়ার্ক সমস্যার কারণে তাৎক্ষনিক বিষয়টি প্রশাসনকে অবহিত করা সম্ভব হয়নি, তবে সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে পোস্ট করেছি সবাই যাতে জনতে পারে।’