এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে ১১ জুন বিকেলে এয়ার মার্শাল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ থেকে নতুন বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।
আইএসপিআর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১১ জুন বিকেল থেকে এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-কে এয়ার মার্শাল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ থেকে তাকে নতুন বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ করা হয়েছে।