বাংলাদেশ ও ভারতের কোন কোন অঞ্চলে ঘূর্ণিঝড় ‘রিমালের’ প্রভাব পড়বে, তা জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে অত্যন্ত ভারি বৃষ্টিপাত এবং শক্তিশালী বাতাস বয়ে আনবে বলে আইএমডির পূর্বাভাসে জানানো হয়।
ঘূর্ণিঝড় রিমালের লাইভ আপডেটে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে রোববার বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ২৬ মে পশ্চিমবঙ্গে আঘাত হানবে। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরপূর্ব রাজ্যের অংশ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে রিমালের প্রভাব পড়বে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ গত ছয় ঘণ্টায় সাত কিলোমিটার বেগে উত্তর দিকে এগিয়েছে বলে জানিয়েছে আইএমডি।
রাষ্ট্রীয় সংস্থাটি ঘূর্ণিঝড় মোকাবিলায় ২৮ মে পর্যন্ত সতর্কতা জারি করেছে।
দেশটির আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সতর্কতা প্রয়োজনের ভিত্তিতে বাড়ানো হতে পারে। এ ছাড়া ২৬ মে থেকে শুরু হওয়া প্রতিকূল আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।