উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ গত ছয় ঘণ্টায় সাত কিলোমিটার বেগে উত্তর দিকে এগিয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
রাষ্ট্রীয় সংস্থাটি বাংলাদেশ সময় রোববার বেলা সাড়ে ১১টার দিকে এক বার্তায় বিষয়টি জানিয়েছে।
আইএমডির বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে আটটায় ১৯.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে একই এলাকায় অবস্থান করছিল।
ওই সময় ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর খেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
আইএমডির বার্তায় উল্লেখ করা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে রোববার মধ্যরাতের মধ্যে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড ও খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ে ঘণ্টায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৩৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।