উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৯.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রীয় সংস্থাটি রোববার তাদের ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে ঘূর্ণিঝড়টির উপকূল অতিক্রমের সম্ভাব্য সময়ও উল্লেখ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এটি (ঘূর্ণিঝড়) আজ (২৬ মে, ২০২৪) সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
‘এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ ২৬ মে, ২০২৪ সন্ধ্যা/মধ্যরাত নাগাদ মোংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ)-খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।’
এতে উল্লেখ করা হয়, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
কোন কোন জেলা ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আছে, তা নিয়ে বলা হয়, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।