বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদারীপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে হাতুড়িপেটা

  • প্রতিনিধি, মাদারীপুর   
  • ২৬ মে, ২০২৪ ১১:০০

মাদারীপুরের কালকিনি ওসি সরকার আব্দুলাহ আল মামুন বলেন, ‘ভ্যানচালকের ওপর হামলার ঘটনা লোকমুখে শুনেছি। এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

মাদারীপুরের কালকিনিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর লোকজনের বিরুদ্ধে।

উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচোরি গ্রামে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় শহিদুল শেখকে (৩৮) ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। তিনি ওই গ্রামের শাজাহান শেখের ছেলে। অভিযুক্ত আনু শেখ একই গ্রামের বাসিন্দা।

শহিদুল শেখ ও তার স্বজনরা জানান, সন্ধ্যায় যাত্রীর উদ্দেশে ভ্যান নিয়ে বের হন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের ঘোড়া প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান সরদারের সমর্থক শহিদুল শেখ। এ সময় বিজয়ী মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌফিকুজ্জামান শাহীনের কর্মী আনু শেখ লোকজন নিয়ে ভ্যানচালকের ওপর হামলা চালায়।

এ সময় হাতুড়িপেটা করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। লোহার রড দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙে ফেলা হয়েছে তার। পরে গুরুতর অবস্থায় ভ্যানচালককে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।

এ বিষয়ে জানতে বিজয়ী প্রার্থী তৌফিকুজ্জামান শাহীনের ফোনে একাধিকবার কল দিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাদারীপুরের কালকিনি ওসি সরকার আব্দুলাহ আল মামুন বলেন, ‘ভ্যানচালকের ওপর হামলার ঘটনা লোকমুখে শুনেছি। এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

গত ২১ মে অনুষ্ঠিত হয় মাদারীপুরের কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীন ৩৬১৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকের প্রার্থী মো. নুরুজ্জামান সরদার পেয়েছেন ১১৯১৬ ভোট।

এ বিভাগের আরো খবর