বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞার জন্য সরকার দায়ী: ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২২ মে, ২০২৪ ২০:৩৩

বিএনপি মহাসচিব বলেন, ‘বাইরে মিডিয়াগুলো থেকে অনেকবার আজিজের কথা বলা হয়েছিল। কিন্তু সরকার সে বিষয়ে ব্যবস্থা নেয়নি। এখনও তারা যা বলছে সেটা রাজনৈতিক কথাবার্তা। সেনাবাহিনী হচ্ছে আমাদের সবচেয়ে ভরসার একটি প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে যদি সরকারের কারণে হেয়প্রতিপন্ন হতে হয়, সেটা এদেশের মানুষ মেনে নেবে না।’

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলে মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘দেখুন, কত বড় লজ্জার কথা। সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার। এজন্য দায়ী সম্পূর্ণভাবে সরকার। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের চেষ্টা করার কারণেই এই ঘটনা ঘটেছে।

‘বাইরে মিডিয়াগুলো থেকে অনেকবার আজিজের কথা বলা হয়েছিল। কিন্তু সরকার সে বিষয়ে ব্যবস্থা নেয়নি। এখনও তারা যেটা বলছে সেটা রাজনৈতিক কথাবার্তা। সেনাবাহিনী হচ্ছে আমাদের সবচেয়ে ভরসার একটি প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে যদি সরকারের কারণে হেয়প্রতিপন্ন হতে হয়, সেটা কখনোই এদেশের মানুষ মেনে নেবে না।’

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘র‌্যাবের যেসব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এলো, তা থেকে তো তারা (সরকার) কোনো শিক্ষা নিল না। তাদের মধ্যে একজন আইজিপিও হলেন। এখনও মনে হয় আছেন। এটার কতটুকু প্রভাব এদের ওপর পড়ে আমার ধারণা নেই। তারা (সরকার) তাদের ক্ষমতায় থাকার লক্ষ্যকে চূড়ান্ত করার জন্য এই বাহিনীগুলোকে ব্যবহার করে।’

উপজেলা নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচন নিয়ে কোথাও প্রতিক্রিয়া দেখছি না। কেউ লক্ষ্যও করছে না যে নির্বাচন হচ্ছে। কোথাও আলোচনা, কথাবার্তাও নাই। নির্বাচন ব্যবস্থার ওপর থেকেই মানুষের আস্থা চলে গেছে। এই সরকার এটা করেছে।’

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ ভারতে উদ্ধার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, তাদের (বাংলাদেশ সরকার) তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর দিতে পারল না। না পারলো বাংলাদেশ সরকার, না পারলো তাদের বন্ধুরাষ্ট্র ভারত। আমরা কী মনে করব? এদের একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা। টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো।’

তিনি বলেন, ‘মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মাওলা রনির গাড়িতে হামলা হয়েছে। কারণ একটাই, রনি তার বিভিন্ন বক্তব্যে সরকারের সমালোচনা করেন। অর্থাৎ সমালোচনা করা যাবে না। আর সে কারণে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘জিয়াউর রহমানের শাহাদাতকে আমরা কখনও খাটো করে দেখতে পারি না। একটা সাধারণ ঘটনা মনে করি না। একটা গভীর চক্রান্তে বাংলাদেশে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল নেতৃত্ব সৃষ্টির উদ্দেশ্যেই সেদিন জাতীয়তাবাদী নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আর ওই হত্যাকাণ্ডের মধ্যদিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে বিনষ্ট করে দেয়া হয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের শাসক গোষ্ঠী জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। তাকে খলনায়কে পরিণত করার জন্য তারা সেই কাজ শুরু করেছে। প্রাথমিক স্কুল থেকে শুরু করে সব জায়গায় ইতিহাসকে বিকৃত করা হচ্ছে।

‘কয়েকদিন আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন! এটা পুরোপুরিভাবে একটা সত্যের অপলাপ। জিয়াউর রহমান কখনোই বাকশালের ফরম পূরণ করেননি। এভাবে মিথ্যা কথা বলে বলে তারা জিয়াউর রহমানকে ভিন্নভাবে পরিচিত করতে চান।’

এ বিভাগের আরো খবর