ময়মনসিংহে এক কৃষককে কুপিয়ে হত্যা করা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
৬৫ বছর বয়সী নিহত আলতাব আলী একই এলাকার তাহের আলীর ছেলে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন।
তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলাও প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানান, স্থানীয় রাসেলের সঙ্গে মল্লিকের পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে রাতে রাসেলের নেতৃত্বে লোকজন পিস্তল, দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এসে মল্লিকের পরিবারকে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে দুপক্ষ বাকবিতণ্ডায় জড়ালে হাতাহাতি শুরু হয়। এ সময় এশার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন আলতাব আলী।
ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে তা সমাধান করতে গেলে রাসেল ক্ষিপ্ত হয়ে যান। তখন রাসেলের নেতৃত্বে একদল লোক তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে এবং আরও দুইজনকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বুধবার সকালে এলাকায় গিয়ে দেখা যায়, শত শত লোকজন নিহত কৃষকের বাড়িতে জড়ো হয়েছেন। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে মিছিল করা হচ্ছে।
এ সময় এলাকার বাসিন্দা মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, হত্যার মূল পরিকল্পনাকারি রাসেল। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নানা অন্যায় কর্মকাণ্ডের জন্য মানুষ অতিষ্ঠ। মূলত রাসেল তার শক্তির প্রমাণ দিতে ইচ্ছে করেই রাসেলের নেতৃত্বে মারামারি সৃষ্টি করে অহেতুক নিরপরাধ আলতাব আলীকে হত্যা করেছে।
তিনি বলেন, হত্যায় জড়িত রাসেলসহ অন্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ময়মনসিংহে প্রবেশের মূল সড়ক অবরোধ, মানববন্ধনসহ চলবে লাগাতার আন্দোলন।