রাজধানীর যাত্রাবাড়ী ও কোতোয়ালি এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজ চক্রের হোতা ইউসুফ গাজী ও সাব্বিরসহ ১৩কে আটক হয়েছে। এসব পরিবহন চাঁদাবাজকে সোমবার আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
মঙ্গলবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যে সোমবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় চক্রের হোতা ইসুফ গাজীসহ ছয় পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আদায় করা চাঁদার আট হাজার ৪১০ টাকা ও ছয়টি কাঠের লাঠি জব্দ করা হয়।
আটক অপর পাঁচজন হলেন- মোহাম্মদ ইউসুফ, পিন্টু মিয়া, ডালিম, পাভেল ও মোহাম্মদ আলী।
র্যাবের একই দল ওইদিন সকাল ১০টার দিকে রাজধানীর বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় সাব্বির গ্রুপের দলনেতা সাব্বিরসহ সাতজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে আদায় করা চাঁদার সাত হাজার ৩৫০ টাকা, ছয়টি লাঠি ও একটি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়।
আটক অপর ছয়জন হলেন- নাজির হোসেন, কামাল উদ্দিন, বিল্লাল হোসেন, মো. বিল্লাল, নাজির উদ্দিন ভূঁইয়া ও রনি হোসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী, কোতোয়ালি, ডেমরা ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজি চালিত অটোরিকশার চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল।
আটক ১৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।