ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলযোগে আসা হামলকারীরা গাড়িতে হাতুড়ি দিয়ে আঘাত করেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর সংলগ্ন তিন নেতার মাজারের সামনে হামলার শিকার হয় রনির গাড়ি। তবে এই হামলায় তিনি আহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক অতর্কিত এসে গাড়িতে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি। ফাইল ছবি
শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান গাড়িতে হামলার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ওনার গাড়িতে হামলার ঘটনা শুনেছি। তবে উনি এখনও কোনো লিখিত অভিযোগ দেননি। তারপরও আমরা হামলার বিষয়টি নিয়ে কাজ করছি।’
এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের গাড়িতে হওয়া হামলার ঘটনা তুলে ধরেছেন গোলাম মওলা রনি।
‘মেরে ফেলার জন্যই এই আক্রমণ’ উল্লেখ করে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বাসা থেকে অফিসে আসার ক্ষেত্রে সর্বদা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়েই আসতে শান্তি অনুভব করি! আজ আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের স্টেশন পাড়ি দিয়ে পুষ্টি বিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল ঠিক তখন ইউটার্ন নেয়ার জায়গায় ৪/৫ জন যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়লো। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেললো।
‘হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন। তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন। হাতুড়ি বাহিনী পেছনে ছুটল আর অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগলো।’
তিনি লিখেছেন, ‘অফিসে এসে আমি বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালাম। তারা বেশ আন্তরিকতা নিয়ে প্রতিকারের আশ্বাস দিলেন। আমি ছাত্রলীগ সভাপতি জনাব সাদ্দামকেও (সাদ্দাম হেসেন) ফোন করে ঘটনা জানালাম। তিনিও সান্ত্বনা দিলেন।’
ফেসবুক পোস্টে রনি আরও লিখেছেন, ‘আমার কপালে আগামী দিনে কী ঘটবে তা আমি জানি না। এটা নিয়ে আমার কোন উদ্বেগ বা উৎকণ্ঠাও নেই। কারণ আমি জন্ম থেকেই ছন্নছাড়া মানুষ।
‘জীবনের প্রতি মায়া, বেঁচে থাকার স্বপ্ন বা কোন কিছু পাওয়ার লোভ কোনদিন আমাকে তাড়িত করেনি। সুতরাং মরে যাওয়া বা কেউ আমাকে মেরে ফেলবে এটা নিয়ে হৈচৈ করার প্রয়োজন আছে বলে মনে হয় না।’