বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টকে মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়ায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার ভোট চলাকালে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত প্রফুল্ল কুমার মন্ডল (৭০) চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। উপজেলার ৩৫ নম্বর চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিপক্ষের একজনকে মারধর করেন তিনি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী এই তিন উপজেলায় ভোট হচ্ছে মঙ্গলবার। ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে।