মুন্সীগঞ্জের শ্রীনগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রসওয়েতে শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জের কলেজপাড়া এলাকার আনছার আলীর ছেলে সেলিম (৩৫) ও একই এলাকার রঘুনাথ পুরের মোমিন মন্ডলের ছেলে রাব্বি (২০)।
জানা গেছে, মাওয়াগামী ধানের কুড়া বোঝাই একটি ট্রাক (ঢাকা মট্রা ট- ২০৯৬৮০) ষোলঘর ভূইচিত্র কবরস্থানের সামনে এসে চাকা পাংচার হয়। চালক ও হেলপার ট্রাকটি সড়কের পাশে রেখে চাকা ঠিক করছিলেন। এমন সময় পেছনে থেকে আসা কাভার্ড ভ্যান (ঢাকা মট্রা চ- ১৩-৮৭৮৯) কুড়া বোঝাই ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিল ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে এসে গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতাল নেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর মারা যান।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. জামিরুল জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। মরদেহ দুটি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।