টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়া বাড়ি গ্রামে শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুইজন হলেন দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলার চৌদ্দপুর গ্রামের আবদুল হোসেন ও আমির হোসেন। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই।
স্থানীয়রা জানান, হযরত মিয়ার বাড়িতে ধান কাটার জন্য প্রায় সাতদিন ধরে এসেছেন তারা। সকালে ধান কাটাতে গেলে বজ্রপাতে আবদুল হোসেন ও আমির হোসেন আহত হয়ে মাটিতে পড়ে যান। পাশে অন্য জমিতে থাকা শ্রমিকরা তাদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
কালিহাতী উপজেলার বীবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেছি। মৃত ব্যক্তিদের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।’