দেশের দুটি সংবাদমাধ্যমের সাংবাদিক বাংলাদেশে সম্প্রতি সফরকারী দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে প্রশ্ন করার সময় সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা শুক্রবারের এ অভিযোগ করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরের মধ্যে বুধবার সন্ধ্যায় তিনি সাক্ষাৎকার দেন দৈনিক প্রথম আলো ও বেসরকারি টিভি চ্যানেল ইনডিপেনডেন্ট টিভিকে।
বিএনপির বিবৃতিতে বলা হয়, “বিএনপিকে হেয় করতেই প্রথম আলো ও ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের সাংবাদিকরা অবান্তর প্রশ্ন করেছেন। প্রশ্নে বলা হয়েছে, ‘বাংলাদেশের একটি বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে যে, ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে।’”
বিবৃতিতে দাবি করা হয়, ‘বিএনপির কোনো পর্যায়ের নেতাই কখনও কোথাও এ ধরনের মন্তব্য করেননি বা বক্তব্য দেননি। এ ধরনের মনগড়া বক্তব্য প্রকাশ করা বড় ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি করে।’
এতে উল্লেখ করা হয়, প্রথম আলো ও ইনডিপেনডেন্ট টিভির মতো বহুল প্রচারিত সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের এ ধরনের ‘অবাস্তব প্রশ্ন’ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুণ্ন করে।
বিএনপির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘বর্তমানে দেশের জনগণ ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। বিএনপির নেতা-কর্মীরা জীবন বাজি রেখে, জেল-জুলুম, নিপীড়ন ও নির্যাতন সহ্য করে দেশের মানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর।’