গোমস্তাপুর থানার এসআই ময়েন উদ্দিন জানান, পরিবারের সদস্যরা বিষয়টি যখন টের পেয়েছেন, ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মারা গেছে।
উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিনপাড়া এলাকায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলো- মোমিনপাড়ার দাউদ আলীর ৩ বছরের ছেলে ফাহিম আলী ও মফিজুল ইসলামের ৪ বছরের মেয়ে ফারহা। তারা চাচাতো ভাইবোন ছিল।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ময়েন উদ্দিন জানান, বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করার সময় সকলের অগোচরে পানিতে পড়ে যায় শিশুদুটি। পরিবারের সদস্যরা বিষয়টি যখন টের পেয়েছেন, ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।