ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোর রুমে আগুন লেগে ওষুধ ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
এ নিয়ে গত দেড় মাসে তিনবার আগুনের ঘটনা ঘটল হাসপাতালটিতে।
সর্বশেষ বৃহস্পতিবার সকাল আটটার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণ আনে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম।
এদিকে বারবার আগুন লাগার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভেতরে অনেক ওষুধ ও যন্ত্রপাতি রয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি।’
হাসপাতালের উপপরিচালক দীপক কুমার বলেন, ‘হঠাৎ করে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় অন্ধকার সৃষ্টি হয়।’
তিনি আরও বলেন, ‘স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।’
ডিসি কামরুল আহসান তালুকদার বলেন, ‘গত দেড় মাসে হাসপাতালে তিনবার অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আমরা আতঙ্কিত ও শঙ্কিত। এটি এক হাজার বেডের হাসপাতাল। এসব স্থানে আগুন লাগলে বিপুলসংখ্যক প্রাণহানির শঙ্কা থাকে।’
তিনি বলেন, ‘কেন বারবার আগুন লাগছে, তার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
‘স্টোর রুমটিতে ওষুধ ও নতুন নতুন যন্ত্রপাতি রয়েছে। তা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ডিসি আরও বলেন, ‘হাসপাতালের স্ট্রাকচারাল (কাঠামোগত) কিছু ত্রুটি রয়েছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে। বিকল্প ব্যবস্থা সৃষ্টি করতে আমরা ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলব।’