বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পায়রা বন্দর টার্মিনালে প্রথমবার ভিড়ল মাদার ভেসেল

  • প্রতিনিধি, পটুয়াখালী   
  • ১৫ মে, ২০২৪ ২৩:৪৮

২০০ মিটার দৈর্ঘ্যের এ জাহাজটির প্রস্থ ৩৩ মিটার। এই মাদার ভেসেলের এর ফ‌লে পায়রাবন্দ‌রের প্রথম টা‌র্নিমা‌লের কার্যক্রম পরীক্ষামূলকভা‌বে সফলভাবে চালু করা গে‌ছে ব‌লে ম‌নে ক‌রেন বন্দর কর্তৃপক্ষ।

প্রতি‌নি‌ধি, পটুয়াখালী

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে নবনির্মিত প্রথম টার্মিনালের জেটিতে প্রথমবারের মতো একটি বিদেশি মাদার ভেসেল ভিড়েছে।

বুধবার ‌শেষ বিকেলে বন্দরের জেটিতে ২৪ হাজার টন লাইমস্টোন নিয়ে পরীক্ষামূলকভা‌বে নোঙ্গর করে পানামার পতাকাবাহী ‘জেন’ নামের মাদার ভেসেলটি।

প্রথম টা‌র্মিনা‌লের জে‌টি‌তে পরীক্ষামূলকভা‌বে বি‌দেশি বড় জাহাজ ভেড়ার এ ঘটনাকে বন্দরের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছে বন্দর কর্তৃপক্ষ। এতে উচ্ছ্বসিত বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা।

বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটি ১০ মে দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে ৫০ হাজার ৫০০ টন লাইমস্টোন নিয়ে পায়রার আউটারে এসে পৌঁছে। পরে আউটার থে‌কে ২৬ হাজার ৫০০ টন লাইমস্টোন লাইটারের মাধ্যমে খালাস করে বন্দ‌রে নি‌য়ে আসা হয়।

২০০ মিটার দৈর্ঘ্যের এ জাহাজটির প্রস্থ ৩৩ মিটার। এর ফ‌লে পায়রাবন্দ‌রের প্রথম টা‌র্নিমা‌লের কার্যক্রম পরীক্ষামূলকভা‌বে সফলভাবে চালু করা গে‌ছে ব‌লে ম‌নে ক‌রেন বন্দর কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো খবর