বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও দুই দিন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ মে, ২০২৪ ২১:৩৪

এ সময়ে বৃষ্টির পূর্বাভাস নিয়ে সুখবর পেয়েছে শুধু সিলেট বিভাগ। দেশের অন্যান্য জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

গত কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকার ওপর বয়ে চলা মৃদু তাপপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

চলমান তাপপ্রবাহ নিয়ে দেয়া পূর্বাভাসে অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

এ সময়ে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।

এ সময়ে বৃষ্টির পূর্বাভাস নিয়ে সুখবর পেয়েছে শুধু সিলেট বিভাগ। পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

গত ৩১ মার্চ থেকে সারা দেশে তীব্র তাপ্রবাহ শুরু হয়, যা চলে ৬ মে পর্যন্ত। টানা ৩৭ দিন ধরে চলা দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া যায়।

পরে ৭ মে থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে তাপমাত্রা কমলে স্বস্তি ফেরে জনজীবনে, তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে গত কয়েক দিন ধরে ফের গরম বাড়তে শুরু করেছে।

এ বিভাগের আরো খবর