চালকের হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি দেয়া হবে না বলে বুধবার সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন-২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে তিনি এ কথা জানান।
কাদের বলেন, “আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, ‘নো হেলমেট, নো ফুয়েল।’ আজকে থেকে কোনোভাবেই হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেয়া হবে না।”
তিনি বলেন, ‘ঈদের আগে ও পরে অনেক দুর্ঘটনা ঘটেছে। এগুলো মন্ত্রী নয়, মানুষ হিসেবে আমাদের কষ্ট দেয়। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রধান কারণ মোটরসাইকেল ও অটোরিকশা।
‘এক অটোরিকশায় সাত থেকে আটজন থাকে। একটা দুর্ঘটনা হলে অটোরিকশার সকলেই মারা যায়। আর মোটরসাইকেল তো আরেক উপদ্রব।’
সেতুমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনা হলে তো কাউকে কেউ কিছু বলে না। শুনতে হয় আমাকে। কেউ বলে না বিআরটিএ চেয়ারম্যান কী করছে, সবাই আমাকে বলে।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘২০ বছরের পুরোনো বাস কীভাবে সড়কে চলাচল করে? সড়কে শৃঙ্খলা না ফিরলে কখনোই দুর্ঘটনা কমবে না।’
তিনি বলেন, ‘সমতল থেকে পাহাড়ে আজকে সুন্দর সুন্দর রাস্তা। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না।’
এ নিয়ে কাদের সংশ্লিষ্টদের টিম ওয়ার্ক নিয়েও প্রশ্ন তোলেন।
ওই সময় সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান মেয়াদোত্তীর্ণ ও লক্কড়-ঝক্কড় গাড়িগুলোকে ডাম্পিং নয়, সম্পূর্ণভাবে ধ্বংসের সুপারিশ করেন।
ওবায়দুল কাদের হেলমেট ছাড়া জ্বালানি বিক্রি না করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন।