বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির মামলায় চারজনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। তাদের মধ্যে তিনজনকে কেএনএফের সহযোগী সন্দেহে গ্রেপ্তার করা হয়। অপরজন ডাকাতিতে ব্যবহৃত জিপের চালক।
সোমবার কড়া পুলিশি নিরাপত্তায় আসামিদের বান্দরবান জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তদন্তের অগ্রগতির জন্য রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় থানচি থানায় করা দুই নম্বর মামলায় টাইসন বম ও ভান লিয়ান বম নামের দুজনকে দু’দিন এবং তিন নম্বর মামলায় আরও দুদিন রিমান্ড মঞ্জুর করেন।
একইসঙ্গে থানচি থানার তিন নম্বর মামলায় গ্রেপ্তার করা ভান লাল বয় বমের দুদিন এবং জিপচালক কপিল উদ্দিন সাগরের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে আসামিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।
বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।