বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেএনএফ সন্ত্রাসীরা পার পাবে না: বিজিবি মহাপরিচালক

  • প্রতিনিধি, বান্দরবান   
  • ১৩ মে, ২০২৪ ১৯:১৬

বান্দরবানের রুমা গ্যারিসনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘কেএনএফ সন্ত্রাসীরা যাতে বর্ডার এলাকায় কোনো অপারেশন চালাতে না পারে এবং বর্ডার ক্রস করে যেতে না পারে সে লক্ষ্যে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

বান্দরবানের রুমায় চলমান যৌথ অভিযানে বিজিবি সদস্যদের ক্যাম্প বিওপি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার দুপুরে হেলিকপ্টারে করে মহাপরিচালক বলিপাড়া সীমান্ত এলাকায় পরিদর্শন এবং কয়েকটি ক্যাম্প ও বিওপি ঘুরে দেখেন এবং বিজিবি জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন।

বিকেলে রুমা গ্যারিসনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবি মহাপরিচালক। এ সময় তিনি বলেন, কেএনএফ সন্ত্রাসীরা যাতে বর্ডার এলাকায় কোনো অপারেশন চালাতে না পারে এবং বর্ডার ক্রস করে যেতে না পারে সে লক্ষ্যে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

‘ব্যাংক ডাকাতি বা রাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালিয়ে কেউ পার পেতে পারেনি, কেএনএফ সন্ত্রাসীরাও পার পাবে না।’

বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা), বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার, বান্দরবান সেক্টর কমান্ডার, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার এবং বলিপাড়া ও রুমা ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর