মাদারীপুর সদর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে জানিয়েছেন বাড়ির মালিক।
উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকায় রোববার এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে প্রবাসী হাবিব জমাদারের বাড়িতে রাত আড়াইটা থেকে ৩টার দিকে একদল ডাকাত প্রবেশ করে। এ সময় ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় তারা।
বাড়ির মালিক হাবিবের দাবি, ৫০ ভরি স্বর্ণ, নগদ ৭০ হাজার রিয়েল যা বাংলাদেশি টাকায় প্রায় ২২ লাখ টাকা ও দুটি ল্যাপটপ নিয়ে গেছে ডাকাত দল।
তিনি বলেন, ‘দ্বিতীয় তলার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ডাকাতরা। আমাদের ব্যবহৃত দুটি আইফোন জব্দ করে পানিতে ভিজিয়ে রেখে যায়। ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় তারা। পরে আমার মেয়ে ৯৯৯-এ কল দিলে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’
এ বিষয় মাদারীপুর সদর থানার ওসি এইচএম সালাউদ্দিন বলেন, ‘ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদি ক্ষতিগ্রস্ত পরিবার আইনি সহযোগিতা চায়, তাহলে মামলা নেয়া হবে।’