বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যাত্রীবেশে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

  • প্রতিনিধি, নীলফামারী   
  • ১৩ মে, ২০২৪ ১১:১৬

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রীবেশে উঠে জনশূন্য রাস্তায় নিয়ে গিয়ে অটোরিকশা ছিনতাইয়ের জন্য চেষ্টা করে দুর্বৃত্তরা। চালক তাদের বাধা দিলে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার অটোরিকশা ছিনতাই করা হয়।

নীলফামারী পৌর শহরে অটোরিকশার এক চালককের গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে জানায় পুলিশ।

শহরের ধনি পাড়া তিস্তা সেচ ক্যানেল এলাকায় রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো ছাপিনুর রহমান (৫৫) সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রীবেশে উঠে জনশূন্য রাস্তায় নিয়ে গিয়ে অটোরিকশা ছিনতাইয়ের জন্য চেষ্টা করে দুর্বৃত্তরা। চালক তাদের বাধা দিলে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার অটোরিকশা ছিনতাই করা হয়।

স্থানীয়রা জানান, তারা বিষয়টি টের পেলে ছাপিনুরকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্সে রংপুর যাওয়ার সময় রাতেই মারা যান ছাপিনুর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ বিভাগের আরো খবর