মুন্সীগঞ্জে শ্রীনগরে আরশেদ আলী নামের এক ব্যক্তিকে হত্যার মামলার এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মী ওই আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন শহিদুল ইসলাম ওরফে জহুরুল।
মামলার এজাহার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া নয়াবাড়ি এলাকার আরশেদ আলী বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার জনৈক জাহাঙ্গীর হোসেনের বাড়ির কেয়ারটেকার শহিদুল ইসলাম ওরফে জহুরুল পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে আরশেদকে ধারাল কোদাল দিয়ে উপুর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার দিনই দুপুরে নিহতের স্ত্রী রহিমা বিবি বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন।
দীর্ঘ প্রায় ১২ বছর বিচার কার্যক্রম শেষে দুপুরে আদালত আসামির ফাঁসির রায় দেয়। তবে আসামি পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতে এ রায় দেয় আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু। তিনি জানান, এই রায়ে বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে। আসামিকে খুঁজে বের করে রায় কার্যকর করার দাবি জানান তিনি।