বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিরাজগঞ্জে ‘নির্বাচন-পরবর্তী সহিংসতায়’ ২ তাঁত ফ্যাক্টরি ভস্মীভূত

  • প্রতিনিধি, সিরাজগঞ্জ   
  • ১১ মে, ২০২৪ ১৯:২৫

নিবার্চন-পরবর্তী সহিংসতার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা ফ্যাক্টরির মালিকদের। তাদের দাবি, গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থীকে ভোট দেয়ায় ফ্যাক্টরির ওপর আক্রোশ ঝেড়েছে প্রতিপক্ষ।

সিরাজগঞ্জের বেলকুচিতে অগ্নিকাণ্ডে দুটি তাঁত কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ফ্যাক্টরিতে থাকা ৩২টি বিদ্যুতিক পাওয়ারলুমসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।

শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামাত মোড় এলাকার হাজী মোতালেব মুন্সীর তাঁত ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বেলকুচি ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতেদ পারেনি ফায়ার সার্ভিস।

নিবার্চন-পরবর্তী সহিংসতার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা ফ্যাক্টরির মালিকদের। তাদের দাবি, গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থীকে ভোট দেয়ায় ফ্যাক্টরির ওপর আক্রোশ ঝেড়েছে প্রতিপক্ষ।

বেলকুচি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ‘রাত দেড়টার দিকে খবর পাওয়া মাত্রই টিম নিয়ে ঘটনাস্থলে যাই। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার সঠিক কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।’

এ ব্যাপারে বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ফ্যাক্টরির মালিক একটি অভিযোগ করেছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে বা কত টাকার ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

এ বিভাগের আরো খবর