বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বজ্রপাতে তিন জেলায় পাঁচজন নিহত, আহত ৭

  • প্রতিনিধি, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও কুমিল্লা                
  • ১১ মে, ২০২৪ ১৬:১৮

বাগেরহাট, চুয়াডাঙ্গা ও কুমিল্লায় শনিবার সকালে বজ্রপাতে পাঁচজন নিহত ও সাতজন আহত হন।

দেশের তিনটি জেলায় শনিবার বজ্রপাতে পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

বাগেরহাট

জেলার শরণখোলা উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় সকালে বজ্রপাতে দুই শ্রমিক নিহত ও ছয়জন আহত হন।

সকাল সাড়ে ১০টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের মধ্যে নদীর ঘাটে থাকা কার্গো থেকে বালু তোলার সময় বজ্রপাতে হতাহত হন তারা।

প্রাণ হারানো দুই শ্রমিক হলেন শেখ মিলন (৪০) ও মোস্তফা (৫৫)। তাদের মধ্যে মিলনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামে। মোস্তফার বাড়ি পিরোজপুর সদর উপজেলার বালিপাড়া গ্রামে।

বজ্রপাতে আহত ছয় শ্রমিককের মধ্যে পাঁচজনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত এক বালু শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা হলেন রাসেল গাজী (৩০), বাবুল সওদাগার (৪৫), খোকন গাজী (৪২), সোহেল তালুকদার (৩০) ও জলিল হাওলাদার (৪৫)।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো শ্রমিকের নাম জানাতে পারেনি পুলিশ।

শরণখোলা থানার ওসি এইচ এম কামরুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বজ্রবৃষ্টির মধ্যে কার্গো থেকে বালু তোলার সময় বজ্রপাত দুই বালুশ্রমিক ঘটনাস্থলেই নিহত ও ছয়জন আহত হন।

চুয়াডাঙ্গা

জেলার দামুড়হুদা উপজেলায় সকালে আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুজন নিহত ও এক গৃহবধূ আহত হন।

নিহত দুজন হলেন দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের খোদের মল্লিকের ছেলে আহমেদ মল্লিক (৭০) ও সদর উপজেলার ঝাজরী গ্রামের আবদুল মালেকের ছেলে রুবেল হোসেন (২৮)।

আহত গৃহবধূ টুনু খাতুন (৩০) সদর উপজেলার গো‌বিন্দহুদা গ্রা‌মের মিল‌ন হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে বজ্রসহ বৃ‌ষ্টি শুরু হয়। তখন মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন আহমেদ মল্লিক। দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌লে জরুরি বিভা‌গের চি‌কিৎসক তাকে মৃত বলে জানান।

অন্যদিকে সকালে বজ্রবৃষ্টির সময় সদর উপজেলার ঝাজরী গ্রামের বস্তির পাশের একটি দোকানে বসে ছিলেন রুবেল হোসেন। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

স্থানীয়রা আরও জানান, বজ্রবৃ‌ষ্টি শুরু হলে ঘ‌রের দরজায় বসে ছিলেন টুনু খাতুন। ওই সময় বাড়ির উঠা‌নে বজ্রপাত হ‌লে গুরুতর আহত হ‌য়ে জ্ঞান হারান তিনি। পরে তা‌কে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম আল আজাদ বলেন, ‘ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

কুমিল্লা

জেলার মুরাদনগরে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়।

উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো সিয়াম ওই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে। সে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে সিয়াম গুরুতর আহত হয়।

তারা জানান, সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক বলেন, সিয়ামের শরীরে পুড়ে যাওয়ার মতো কোনো চিহ্ন পাওয়া যায়নি। ইসিজি করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে।

নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই সিয়াম জ্ঞান হারিয়ে ফেলে।

এ বিভাগের আরো খবর