বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই যুবকের প্রাণহানি

  • প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ    
  • ৯ মে, ২০২৪ ১৭:৩২

নওগাঁর মান্দা ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বৃহস্পতিবার কৃষি জমিতে কাজ করার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় বাবুল হোসেন ও কমল বারোয়ার নামে দুই যুবক প্রাণ হারান।

নওগাঁর মান্দা ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কৃষি জমিতে কাজ করার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর মান্দা উপজেলার চকহরিনারায়ণপুর গ্রামের মাঠে সকাল থেকে ধানকাটার কাজ করছিলেন বাবুল হোসেন। দুপুরে পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে আনার আগেই শ্রমিক বাবুল হোসেনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে নিহত বাবুল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

অপর ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্রজপাতে কমল বারোয়ার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার রাজাবাড়ি হাটের জালমাছকুড়ি এলাকায় বৃহস্পতিবার জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি বারোয়ার মোহাম্মদপুর জালমাছকুড়ি গ্রামের বত্রিশ বারোয়ারের ছেলে।

নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কমল নামে এক যুবকের মৃত্যু হয়।

এ বিভাগের আরো খবর