বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোটের আগের রাতে টাকা বিতরণকালে প্রিসাইডিং অফিসার আটক

  • প্রতিনিধি, সুনামগঞ্জ   
  • ৮ মে, ২০২৪ ১৯:০০

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটকের পর তার জায়গায় রাতেই নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়।

সুনামগঞ্জের শাল্লায় উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এছাড়া অন্য একটি কেন্দ্র থেকে সহকারী প্রিসাইডিং অফিসারসহ চারজন আটক হয়েছেন।

বুধবার সকালে শাল্লার চব্বিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস (ঘোড়া) ও উপজেলা বিএনপির সভাপতি (বহিস্কৃত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকারের (আনারস) প্রার্থীর সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও বিজিবি তাৎক্ষণিক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্য একটি কেন্দ্রে টাকা বিতরণকালে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ ৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত দুইটার দিকে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী অবনি মোহন দাসের পক্ষে টাকা বিতরণের অভিযোগে তাদের আটক করে পুলিশ।

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটকের পর তার জায়গায় রাতেই নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়।

আটককৃতরা হলেন- শাল্লা উপজেলা নির্বাচনের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অপু চন্দ্র দাশ, শাল্লার মোতাব্বির হোসেন, আব্দুস শহীদ ও আব্দুল খালেক।

আটকের বিষয় নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও দিরাই-শাল্লা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

তিনি জানান, রাতে টাকা বিতরণের সময় পুলিশ তাদের আটক করে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে আছেন। আটককৃত প্রিসাইডিং কর্মকর্তার জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর