চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটদানে বাধা ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে জীবননগর ও দামুড়হুদা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অপর দুজনকে থানায় নেয়া হয়েছে।
আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের সাখাওয়াত হোসেন এবং দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সিদ্দিক ও চণ্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাক।
চু্য়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান জানান, দামুড়হুদার কুড়ালগাছি ইউপির মেম্বার আবু সিদ্দিক আনারস প্রতীকের প্রার্থী আলি মুনছুর বাবুর পক্ষে নির্বাচনে কাজ করেছেন। সকালে ভোটগ্রহণ শুরু হলে তিনি প্রভাব বিস্তার করে ভোটারদের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশে বাধা দেন। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার সাইফুল ইসলাম সাইফ তাকে সাতদিনের কারাদণ্ড দেন।
একই অপরাধে চণ্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এছাড়া জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের সাখাওয়াত হোসেনকে আটক করা হয়। আটক দুজনকে থানায় নেয়া হয়েছে।