বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গজারিয়ায় ভোটকেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণ, ৬ গুলি ছুড়ল পুলিশ

  • গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি   
  • ৮ মে, ২০২৪ ১৫:১৫

পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, ‘দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। ককটেল অথবা পটকা বিস্ফোরণের কয়েকটি শব্দ আমরা পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে ছয় রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।’

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোটকেন্দ্রের ১৫০ গজের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ছয়টি গুলি ছুড়েছে পুলিশ।

গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ২ নম্বর ইসমানীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের মাঠে বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে কেন্দ্রটির পশ্চিম পাশে মাঠে দুই চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম ও মনসুর আহম্মেদ খান জিন্নাহর সমর্থকরা অবস্থান নেন। উভয় পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা তৈরি হয়। ওই সময় ভোট কেন্দ্রের ১৫০ গজের মধ্যে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ শটগানের ছয়টি গুলি ছোড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, ‘দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। ককটেল অথবা পটকা বিস্ফোরণের কয়েকটি শব্দ আমরা পেয়েছি।

‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে ছয় রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।’

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গজারিয়ার উপজেলার ৬০ কেন্দ্রে এক লাখ ৪৭ হাজার ২৪৬ জন ভোটার রয়েছেন।

এ বিভাগের আরো খবর