চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বিমানের দুবাইগামী একটি ফ্লাইট (বিজি-১৪৭) থেকে এগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে ওই উড়োজাহাজের ১৭ এ আসনের ওভারহেড বিনের ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পরে ব্যাগটি স্ক্যান করলে তার ভেতরে এক হাজার ৮৭৫ পিস সৌদি রিয়াল এবং ১০০ পিস ডলারের নোট পাওয়া যায়।
উদ্ধার করা ডলার ও সৌদি রিয়ালের মূল্য বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকা। বিদেশি মুদ্রাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানায় বিমানবন্দরের চট্টগ্রাম কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট।
কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. আকরাম হোসেন জানান, ব্যাগটি স্ক্যান করে এক হাজার ৮৭৫ পিস ৫০০ সৌদি রিয়াল (বাংলাদেশি দুই কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা) এবং ১০০ পিস একশ’ ডলার (১১ লাখ টাকা) পাওয়া যায়।